দ্বিতীয় দফায় পশ্চিম মেদিনীপুরের ৯ টি আসনে মনোনয়ন জমা দিলেন মাত্র ৪২ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুরে, ১৬ মার্চ: প্রথম দফার নির্বাচন আগামী ২৭ শে মার্চ। হাতে মাত্র দিন দশেক। অপরদিকে, দ্বিতীয় দফার নির্বাচন আগামী ১ লা এপ্রিল। দুই দফারই মনোনয়নপত্র জমা, স্ক্রুটিনি এবং মনোনয়ন প্রত্যাহারের কাজ সম্পূর্ণ হয়েছে। এই দু’দফায় নির্বাচন হচ্ছে মূলত জঙ্গলমহলের (পূর্ব মেদিনীপুর সহ) জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর জেলার মোট ১৫ টি বিধানসভা আসনের ৬ টি’তে নির হচ্ছে প্রথম দফায় (২৭ মার্চ) এবং অবশিষ্ট ৯ টি’তে দ্বিতীয় দফায় (১ লা এপ্রিল)। প্রথম দফার ৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। তবে, মনোনয়ন জমা দিয়েছিলেন ৪২ জন। ৫ জন প্রত্যাহার করেন এবং ২ টি বাতিল হয়। এই ৭ টি মনোনয়নই ছিল নির্দল প্রার্থীদের। অন্যদিকে, গতকাল (১৫ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার ৯ টি আসনে মনোনয়ন জমাই পড়েছে মাত্র ৪২ টি। গতকাল ছিল, স্ক্রুটিনি বা মনোনয়ন পরীক্ষার দিন। একটিও মনোনয়ন বাতিল হয়নি। তবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামীকাল (১৭ মার্চ) পর্যন্ত। শেষ পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার করেন কিনা, সেটাই এখন দেখার!

thebengalpost.in
মানস রঞ্জন ভূঁইয়া :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত, জেলা নির্বাচন দপ্তরের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার ৯ টি আসনে নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। এছাড়াও, ১১ জন আছেন নির্বাচন কমিশন স্বীকৃত দলের প্রার্থী (SUCI, HUM পার্টি প্রভৃতি)। ২৬ জন প্রার্থী প্রথম সারির জাতীয় ও আঞ্চলিক দলের (বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল প্রভৃতি) পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এক্ষেত্রে, ৯ টি আসনের শুধুমাত্র ২৩২ নং চন্দ্রকোনা (SC) আসনটিতে বাম-কংগ্রেস-আইএসএফ এর সংযুক্ত মোর্চা’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ISF প্রার্থী গৌরাঙ্গ দাস। তবে, বিজেপি ও তৃণমূলের প্রার্থী’রা যথারীতি লড়াই করবেন। বাকি ৮ টিতেই বিজেপি-তৃণমূল এবং বাম-কংগ্রেস জোটের মোট ২৪ (৮×৩) জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বিতীয় দফার ৯ টি কেন্দ্রে’র উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন :
খড়্গপুর সদর: প্রদীপ সরকার, হিরন চট্টোপাধ্যায়, রীতা শর্মা।
নারায়ণগড় : রমাপ্রসাদ গিরি, তাপস সিনহা, সূর্যকান্ত অট্ট।
সবং : মানস রঞ্জন ভূঁইয়া, অমূল্য মাইতি, চিরঞ্জীব ভৌমিক।
পিংলা : অন্তরা ভট্টাচার্য, অজিত মাইতি, সমীর রায়।
ডেবরা : ভারতী ঘোষ, হুমায়ুন কবীর, প্রাণকৃষ্ণ মন্ডল।
দাসপুর : মমতা ভূঁইয়া, প্রশান্ত বেরা, ধ্রুবশেখর মন্ডল।
ঘাটাল : শীতল কাপাট, শঙ্কর দোলই, কমল দলই ।
চন্দ্রকোনা : অরূপ ধাড়া, শিবরাম দাস।
কেশপুর : শিউলি সাহা, রামেশ্বর দোলই, প্রীতিশ রঞ্জন কুঙার।

thebengalpost.in
অন্তরা ভট্টাচার্য :

আরও পড়ুন -   দুই মেদিনীপুরের ১৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন , গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত মাত্র ৪ জন