দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও নিউ দিল্লি, ২৫ মার্চ: ভোটের মুখে প্রাথমিক শিক্ষক নিয়োগে বড়সড় স্বস্তি মিললো রাজ্যের। শর্তসাপেক্ষে ১৫,২৮৪ জন শিক্ষক নিয়োগ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিষয়ে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশ খারিজ করে দিয়ে, আগেই ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে নিয়োগের অনুমতি দিয়েছিল। তবে, মেরিট প্যানেল বা মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ১৭ ই মার্চ সেই ‘মেধাতালিকা’ বা ‘মেরিট প্যানেল’ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও, মেধাতালিকায় কোনো মেধা বা মেরিট বা নম্বরের উল্লেখ নেই!

এদিকে, ডিভিশন বেঞ্চের রায়কে চ্যলেঞ্জ জানিয়ে, নিয়োগে নানা অনিয়মের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কিছু পরীক্ষার্থী। সেই মামলার প্রেক্ষিতেই সুপিম কোর্ট জানিয়ে দেয়, ডিভিশন বেঞ্চের রায় বহাল থাকবে। এই মামলা হাইকোর্টে যেমন চলছে তেমনই চলবে। ফলে, শর্তসাপেক্ষে নিয়োগের বাধা আপাতত কাটল বলেই মনে করা হচ্ছে। যদিও নিয়োগ ঘিরে অনেক জটিলতা আছে। ১৫২৮৪ জন সফল চাকরিপ্রার্থী’র মধ্যে এখনও ১০০০০-১১০০০ পরীক্ষার্থীর কাউন্সেলিং হয়নি। বাকিদের হয়ে গেছে। ফলে, কাউন্সেলিং না হওয়া চাকরিপ্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ৭৩৮ জন প্রশ্নভুল মামলার পিটিশনার সহ ১২১৬ জন অফলাইন আবেদনকারীদের এখনও ইন্টারভিউ হয়নি। ফলে, কবে এই নিয়োগ সম্পূর্ণ হবে তা নিয়ে স্পষ্ট কোনো আভাস পাওয়া যাচ্ছেনা এখনও।

