দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ জানুয়ারি: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি’র পর তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি’র হার্টেও একটি ব্লক ধরা পড়ল! আগামী ২২ শে জানুয়ারি একটি স্টেন্ট বসানো হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি’র হার্টে তিনটি ব্লকেজ ধরা পড়েছিল। ইতিমধ্যে, সবথেকে বিপজ্জনক ব্লকেজটি সারিয়ে তুলেছেন উডল্যান্ডসের চিকিৎসকরা। বসেছে একটি স্টেন্ট। তাঁর আরও দুটি ব্লকেজের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। আপাতত বাড়িতেই বিশ্রামে আছেন মহারাজ। এদিকে, গত কয়েকদিন ধরে বুকে ব্যাথা অনুভব করায়, সৌরভের পরামর্শে তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলিও উডল্যান্ডসে গিয়ে সিটি-অ্যাঞ্জিওগ্রাম করান। ধরা পড়ে একটি ব্লক! সূত্রের খবর অনুযায়ী, আগামী ২২ শে জানুয়ারি তাঁর হার্টে স্টেন্ট বসানো হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, বছরের শুরুতেই সৌরভ গাঙ্গুলি’র মৃদু হার্ট অ্যাটাকের খবরে কেঁপে গিয়েছিল সারা দেশ তথা বিশ্ব। সম্প্রতি, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার মাত্র কয়েক দিনের মধ্যেই বেহালার বিখ্যাত গাঙ্গুলি পরিবারে ফের দুঃসংবাদ! সূত্রের খবর অনুযায়ী, সৌরভের চিকিৎসার সময়ই বিশেষজ্ঞ চিকিৎসক দল আবিষ্কার করেছিলেন, সৌরভের পরিবারে হৃদরোগের ইতিহাস (ফ্যামিলি হিস্ট্রি) আছে। তাঁর বাবা চন্ডী গাঙ্গুলি’রও হৃদরোগের সমস্যা ছিল! এরপরই, দাদা স্নেহাশিস’কে সৌরভ পরামর্শ দেন দ্রুত পরীক্ষা করানোর জন্য। দেখা গেল আশঙ্কাই সত্যি হয়েছে। তবে, স্নেহাশিস গাঙ্গুলি’র চিকিৎসার বিষয়েও বিশেষজ্ঞরা অত্যন্ত দায়িত্বশীল হবেন বলে গাঙ্গুলি পরিবারকে আশ্বস্ত করেছেন, এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রে।