ICICI-ভিডিয়োকন মামলায় এবার চন্দা কোছারের স্বামী দীপক কোছারকে গ্রেফতার করল ইডি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ সেপ্টেম্বর : ICICI-ভিডিয়োকন ঋণ মামলায় এবার আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোছারের স্বামী দীপক কোছারকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির ইডি অফিসে ডেকে পাঠানো হয় এবং পরে সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

দ্য বেঙ্গল পোস্ট
চন্দা কোছার ও দীপক কোছার :

ইডির এক আধিকারিক এইপ্রসঙ্গে জানান যে, দীপক ইডির সাথে ঠিকঠাক সহযোগিতা না করায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় তিনশো কোটি টাকারও বেশি লোন পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে দীপকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলে আসা এই মামলায় তাঁর সমস্ত লেনদেন খতিয়ে দেখা হয় ইডির পক্ষ থেকে। আপাতত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে ইডির হেফাজতে রাখা হবে।

আরও পড়ুন -   আগস্ট মাসের দ্বিতীয় লকডাউনে জেলায় ৪৭৫ জন আটক, ১২৫ জনের বিরুদ্ধে বিশেষ ধারায় মামলা