দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৪ এপ্রিল: বাঁকুড়া থানার IC অশোক মিশ্রকে রবিবার গ্রেফতার করেছে ইডি (এনফোর্সমেন্ট ডাইরক্টরেট)। ED (Enforcement Directorate) সূত্রে জানা গিয়েছে, কয়লা কাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন ওই পুলিশ আধিকারিক। কলকাতা থেকে এদিন গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, শনিবার ইডি দফতরে তলব করা হয়েছিল অশোক মিশ্রকে। বহুক্ষণ তাঁকে জিজ্ঞাসবাদ করা হয়। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। সূত্রের খবর, আপাতত তাঁকে জেরা করে কয়লাকাণ্ডে কীভাবে টাকা পাচার হত এবং সেই টাকা কাদের কাছে যেত, এই তথ্য খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ইডি। কয়লাকাণ্ডে আরও কোন কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এরপরই রবিবার কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী সদর দফতর থেকে, সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি করলেন, “প্রায় ৯০০ কোটি টাকা ভাইপোকে পাইয়ে দিয়েছে বিনয় মিশ্র, অশোক মিশ্রের চক্র। গোটা ব্যানার্জি পরিবার এই দুর্নীতিতে যুক্ত। মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারেন না।” একই দাবি করেছেন, দীনেশ ত্রিবেদী, অমিত মালব্যরা।

সূত্রের খবর, শনিবার গ্রেফতার হওয়া অশোক মিশ্র কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রের আত্মীয়। জানা গিয়েছে, একটি বিতর্কিত অডিও টেপ প্রকাশ্যে আসার পরেই অশোক মিশ্রকে নয়াদিল্লি থেকে গ্রেফতার করে ইডি। দিল্লিতে ইডি’র সদর দফতরে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় শনিবার। এরপরেই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন শুভেন্দু দাবি করেন, “মুখ্যমন্ত্রীর ভাইপোকে কেন্দ্র করে অনেকগুলি কথোপকথন সামনে এসেছে। সেগুলো সব আমরা সামনে আনব।” দীনেশ ত্রিবেদী অভিযোগ করেছেন, “মুখ্যমন্ত্রী এইসব জানতনা হতেই পারেনা! এই দুর্নীতি হিমশৈলের চূড়া মাত্র।” উল্লেখ্য যে, এর আগেই বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র’কে গ্রেফতার করা হয়েছে।

