মুখ্যমন্ত্রীর সফরের আগেই ‘প্যারাসুট’ বিতর্ক নতুন করে উসকে দিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাত

thebengalpost.in
বিজেপির গৃ সম্পর্ক অভিযান :

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর : রাজ্যের প্রায় ৭৯,০০০ (৭৮,৮০০) বুথে আজ (৫ ডিসেম্বর) থেকে গৃহ সম্পর্ক অভিযান শুরু করল বিজেপি। চলবে আগামী ১২ ই ডিসেম্বর পর্যন্ত। খড়্গপুর বিধানসভা কেন্দ্র থেকে এই কর্মসূচি শুরু করলেন, বিজেপির তরুণ সাংসদ জ্যোতির্ময় মাহাত। আজ এই কর্মসূচি উপলক্ষে খড়্গপুরে এসে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের তৃণমূল সরকারকে “চোর, চিটিংবাজ, কয়লা ও বালি মাফিয়াদের সরকার” বলে আক্রমণ করেন। তাঁর আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন, তৃণমূলের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে আক্রমণ করে জ্যোতির্ময় মাহাত বলেন, “নিজেকে ‘যুবরাজ’, ‘বাংলার মালিক’ মনে করেন উনি। তাই, দাম্ভিকতার সঙ্গে বলেন। আসলে, মাঠেঘাটে লড়াই করে উনি রাজনীতি করেননি, ‘প্যারাসুট’ থেকে নেমে রাজনীতি শুরু করেছেন, তাই এই ধরনের কথাবার্তা বলেন। স্বয়ং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিভাবে কথা বলতে হয়, তাও জানেননা! আমরা নিজেদের সাধারণ কার্যকর্তা বলে মনে করি। এমনকি প্রধানমন্ত্রীও নিজেকে বিজেপি’র একজন সাধারণ কার্যকর্তা বলে মনে করেন।”

thebengalpost.in
খড়্গপুরে সাংসদ জ্যোতির্ময় মাহাত :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   ভিক্টোরিয়া মেমোরিয়ালে মোদী-মমতা একসাথে, 'সুভাষ জি'র স্মরণে স্মরণীয় অনুষ্ঠানে তাল কাটল 'জয় শ্রীরাম' স্লোগানে ]

এভাবেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুর সফরের ঠিক আগে, ‘প্যারাসুট’ বিতর্ক নতুন করে উসকে দিয়ে সাংসদ জ্যোতির্ময় মাহাত, নাম না করে শুভেন্দু অধিকারী কে সমর্থন করলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন। তবে, শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থান প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে, জ্যোতির্ময় মাহাত বলেন, “অনেক সাংসদ, বিধায়ক’রাই যোগাযোগ করেছেন। এটা তো শুধু ট্রেলার দেখছেন, আগে আগে দেখুন আরও কত কি হয়! আগামী দু’একদিনের মধ্যে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে।” রাজ্যের মানুষ যে তৃণমূল সরকারকে ধুয়ে মুছে ফেলতে চাইছে, সেকথাও এদিন উল্লেখ করেন তিনি।

thebengalpost.in
বিজেপির গৃহ সম্পর্ক অভিযান :

[ আরও পড়ুন -   মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দান, ক্ষুদিরাম বসু'র জন্মভিটে এবং কর্ণগড়ে কেন্দ্রীয় নিরাপত্তা দল ]