আবদার মিটিয়ে বিশ্ব সাক্ষরতা দিবসের দিনই মেদিনীপুর স্টেশন পাড়ার কচিকাঁচাদের কাছে ‘পুলিশ কাকু’রা

educational gift from paschim medinipur district police to the children of medinipore station road area on the occasion of world literacy day

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর : করোনা পরিস্থিতিতে স্কুল এখন স্মার্টফোনে বন্দী! অনলাইনেই চলছে পড়াশোনা থেকে পরীক্ষা। তবে, হাইটেক যুগেও স্মার্টফোন কিংবা ইন্টারনেট থেকে শত যোজন দূরে, ‍মেদিনীপুর শহরের স্টেশন রোড সংলগ্ন বানজারা বস্তির কচিকাঁচারা। গতকাল (সোমবার), লকডাউনের দিন মেদিনীপুর শহরে টহলরত পুলিশ কাকুদের কাছে তাই কচিকাচারা আবেদন করেছিল বই-খাতা দেওয়ার জন্য। আবেদন করেছিল, পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার। সেই আবেদনে সাড়া দিয়ে, আজ (মঙ্গলবার) সাত সকালে বই, খাতা, পেন্সিল নিয়ে কচিকাঁচাদের কাছে হাজির হয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

thebengalpost.in
বিশ্ব সাক্ষরতা দিবসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উপহার :

শুধু বই-খাতা তুলে দিয়েই ক্ষান্ত থাকলেন না, কচিকাঁচাদের পড়াশোনায় সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন তাঁরা। নিত্যদিন এই কচিকাঁচাদের পড়াশোনার বিষয়ে নজরদারি রাখা হবে বলেও জানিয়েছেন সদ্য পশ্চিম মেদিনীপুরে আসা প্রবেশনারী আইপিএস ইন্দ্র বদন ঝাঁ। বস্তির ঘুপচি ঘরে থাকা কচিকাঁচারা পুলিশের কাছে এই সাহায্য পেয়ে রীতিমতো আপ্লুত! ‘বিশ্ব স্বাক্ষরতা দিবস’ (৮ সেপ্টেম্বর) এর দিনই কচিকাঁচাদের শিক্ষার আলোয় নিয়ে আসার অঙ্গীকারে আবদ্ধ হয়ে খুশি জেলা পুলিশের কর্মীরাও!

thebengalpost.in
বিশ্ব সাক্ষরতা দিবসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উপহার :

আরও পড়ুন -   নির্বাচনের মুখেই জমির অধিকার সত্ত্ব পেল পশ্চিম মেদিনীপুরের প্রায় দশ হাজার পরিবার